চলো পালাই | ফুটবল মাঠ থেকে ইষ্টবেঙ্গলের পালানোর ইতিবৃত্ত



যদিও এটা এখন আলোর মতো পরিষ্কার মোহনবাগান ডার্বি খেলতে চাইলেও অজ্ঞাত অজুহাতে লোটাবেঙ্গল ডার্বিটা ৭ এর বদলে ৮ এ খেলতে রাজি হোল না এবং আইএফএও নির্লজ্জের মতো না হওয়া ডার্বি থেকে পদ্মরানির জারজ সন্তানদের তিন পয়েন্ট সহ গোটা সিএফএল তুলে দিতে বদ্ধ পরিকর। এই প্রসঙ্গে একটি কথা না বলে থাকা যাচ্ছে না লোটাদের নতুন ডায়লগ হচ্ছে আমরা নাকি পালিয়ে গেছি না খেলে এবং আমাদের ৮ তারিখে খেলার প্রসঙ্গটি তথাকথিত হলুদ মিডিয়ার সহযোগিতায় তারা মুছে ফেলতেও দৃঢ়প্রতিজ্ঞ।

এই "পালাই" বা "পলাতক" শব্দটি যখন লোটনরা ব্যাবহার করে তখন খুব হাসি পায়। যে "পলাতক" শব্দটি একটি জাতির পিঠে স্ট্যাম্পের মতো সেঁটে আছে জাতিটির জন্মলগ্ন থেকে তাঁদের কাছে কিকরে এই শব্দটি এতো প্রিয় খুব জানতে ইচ্ছে করে। যেদিন থেকে বঙ্গভঙ্গের সুত্রপাত সেদিন থেকেই এই শব্দটির উপরে দখল করে নেওয়া লোটাজাতি বর্তমানে যে করেই হোক তাঁদের এই ঐতিহাসিক গরিমাটি ঝেড়ে ফেলতে রীতিমতো কোমড় বেঁধে লেগে পড়ে, কোন সময় , কোন কারনে যদি মোহনবাগান কোন খেলায় খেলতে অস্বীকার করে তবে তো কথাই নেই। উত্ত একটাই - জাতীয় ক্লাব পালিয়েছে। ভাব খানা এই রকম, ওরা বুঝি কোন দিন কোন খেলায় খেলতে অস্বীকার করেনি।যদি খেলতে অস্বীকার করাটা পালানো হয় আসুন দেখি কতবার ইষ্টবেঙ্গল কেলাব মাঠ ছেড়ে পালিয়েছে।

শুধু মোহনবাগান এর বিরুদ্ধে লোটাদের পালানোর হিসেব হোল

১. ১৯৩৯, ১৯৫৪, ১৯৬৮ - কলকাতা ফুটবল লীগ

২. ১৯৬৪ - আইএফএ শিল্ড

৩. ১৯৭৭ - ডুরান্ড কাপ

পালানো তা শুধু মোহনবাগানের সাথেই নয় আর এক বড় দল মোহামেডান স্পোর্টিং এর বিপক্ষে তারা পালিয়েছিল ১৯৫৭ সালের আইএফএ শিল্ডে

এছাড়াও ছোট দল গুলোর বিপক্ষে পালানোর রেকর্ড টাও জেনে নিন আপনারা

১৯৫৮ - কলকাতা ফুটবল লীগ - প্রতিপক্ষ - ইস্টার্ন রেল

১৯৭৩ - কলকাতা ফুটবল লীগ - প্রতিপক্ষ - খিদিরপুর

১৯৯৫ - কলকাতা ফুটবল লীগ - প্রতিপক্ষ - জর্জ টেলিগ্রাফ

২০০৭ - কলকাতা ফুটবল লীগ - প্রতিপক্ষ - পিয়ারলেস

২০০১ - আইএফএ শিল্ড - পাইমেরাস বি

শুধু তাই নয় মাঠে ঝামেলা করে পালানোর প্রকৃষ্ট নিদর্শনগুলো এই ক্লাবের মাধ্যমে ১৯৫৯ ও ১৯৬৭ তে  প্রত্যক্ষ করেছে এই বাংলা।

পালানো যাঁদের ইতিহাসে, পালানো যাঁদের রক্তে, পালানো যাঁদের ধর্মে, পালানো যাঁদের লজ্জায় তারা এই শব্দটি পরিহার করতে এতো উদ্গ্রিব কেন কে জানে


Share on Google Plus

About Web Master

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

5 comments :

  1. পালানোর মতলবটা ওদের রক্তের সাথে জড়িয়ে আছে ॥
    ওদেশের থেকে পালিয়ে এসেছে ॥ ওদের নাম দেয়া উচিত পালানোলোটা ॥

    ReplyDelete
  2. লোটাদের id card a লেখা আছে ওরা পালানো মাল....

    ReplyDelete
  3. VOYE Kara Kalyani te alo na Ato sobai Jane .....

    Half match theke palano ...sotti e Lojja dayok ...


    Shame on #Machabagan.....

    ReplyDelete